ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি ১০ ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

 

 

সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নগরীর পাহাড়তলী ও কোতোয়ালী থানাধীন এলাকায় পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর পাহাড়তলী থানা রোড ও সরাইপাড়া এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ীর ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এই সময় নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে এসএসসিতে এ প্লাস পেলেন বাবা-ছেলে
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে রেলওয়ের ভূমি থেকে মাদকের স্পট উচ্ছেদের দাবি