নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতানামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের অদূরে পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সাংবাদিকদের জানান, পাহাড়তলী এলাকায় পারাবত এঙপ্রেস ট্রেনের ইঞ্জিনটি সান্টিং (ইঞ্জিন ঘোরানো) করার সময় তিনি কাটা পড়েন। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।