পাহাড়তলীতে চলছে সোনার বাংলার ইঞ্জিন ও কোচ মেরামত

১৪টি কোচের ১০৮টি গ্লাস চুরমার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:১৫ পূর্বাহ্ণ

ব্রাক্ষণবাড়িয়া রেলস্টেশনে হেফাজতের হরতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আধুনিক আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের। এটির ১৪টি কোচে ২৭৫টি গ্লাসের মধ্যে ১০৮টি গ্লাস ভেঙ্গে চুরমার করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে এখন ট্রেনটি পাহাড়তলী কারখানায় আনা হয়। ট্রেনের কোচ মেরামত চলছে পাহা্‌ড়তলী কারখানায়, অপরদিকে ইঞ্জিন মেরামত করা হচ্ছে মার্শাল ইয়ার্ডে। ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজের কোচ দিয়ে রেলওয়ের সবচেয়ে আধুনিক ও দ্রুতগতির ট্রেনটি সাজানো হয়। গত ২৮ মার্চ হেফাজতের হরতালে এটি ভাঙচুর হয়। এখন আগের পুরনো সাদা-চায়না বগি দিয়ে চলছে সোনার বাংলা এক্সপ্রেস।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজাদীকে জানান, সোনার বাংলার ১৪টি কোচের ১০৮টি গ্লাস ভেঙ্গে দেয়া হয়েছে। ট্রেনটি পাহাড়তলী কারখানায় মেরামত করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপক জানান, ট্রেনের ৭০ শতাংশ গ্লাস ক্ষতি হয়েছে। পাথরের আঘাতে জানলার গ্লাস ভেঙ্গে ভেতরেও লেগেছে। মাত্র ৫ বছর আগে ইন্দোনেশিয়া থেকে কোচগুলো আমদানি করা হয়। গত ২৮ মার্চ ব্রাক্ষণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে ট্রেনটি ক্ষত-বিক্ষত হয়। পাথরের আঘাতে ঐদিন বেশ ক’জন যাত্রীও আহত হয়েছেন বলে জানান রেল কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত কোচগুলো মেরামত করতে অনেক সময় লাগবে ।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ভূমি দুর্নীতি মামলায় দুই কাউন্সিলর শ্যোন অ্যারেস্ট