কক্সবাজারে ভূমি দুর্নীতি মামলায় দুই কাউন্সিলর শ্যোন অ্যারেস্ট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ও সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলকে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে গত বছর করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার এ অনুমতি দেন কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালত। একইদিন তাদের ওই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আগামী রোববার এ আবেদনের শুনানির কথা রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে সহযোগিতার অভিযোগে গত ২৮ মার্চ দুদক তাদের গ্রেপ্তার করে। সূত্র জানায়, সর্বশেষ গত ১৫ মার্চ গ্রেপ্তার হন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এএলও) বিজয় কুমার সিংহ। কাউন্সিলর মিজান ও নোবেলসহ এ মামলায় ১২জন গ্রেপ্তার হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে চলছে সোনার বাংলার ইঞ্জিন ও কোচ মেরামত
পরবর্তী নিবন্ধসামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ