পাহাড়ে তীব্র গরমে শিশুদের সুরক্ষায় চিকিৎসকদের পরামর্শ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দেশব্যাপী এখন চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা। গরমের দাপটের সাথে পাল্লা দিয়ে চলছে লোড শেডিং। বিদ্যুৎ না থাকায় ঘন্টার পর ঘন্টা ফ্যান বন্ধ থাকছে। এই অবস্থায় শিশুরাই বেশি কষ্ট পাচ্ছে। গরম জনিত রোগ নিয়ে পরিবারের মা বাবা তাদের শিশুদের নিয়ে উপজেলার প্রতিটি ডাক্তারের কাছে ধর্না দিচ্ছেন। তবে শিশুদের পাশাপাশি বড়রাও বিশেষ করে বৃদ্ধরা গরমের কারণে কষ্ট ভোগ করছেন। কিছু কিছু শিশু নিউমোনিয়ায় ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। কারো কারো শরীরের বিভিন্ন অংশে ফোসকা দেখা দিয়েছে।নববর্ষ উপলক্ষে পাহাড়ে এখন চলছে পানি উৎসব। পাহাড়ের প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় পানি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন চলছে।

এই প্রচণ্ড গরমের মধ্যেও গ্রাম, পাড়া, মহল্লার প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবারের সদস্যদের সাথে ছোট ছেট শিশুরা প্রখর রোদ উপেক্ষা করে অনুষ্ঠানে আসছে। কোন কোন মা শিশুকে কোলে করে আনার পাশাপাশি সাথে করে হাত পাখাও নিয়ে আসছেন। অনেক মাকে দেখা গেছে প্রচণ্ড গরমে মাথায় ছাতা রেখে শিশুকে কোলে নিয়ে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছেন। গরমের দাপটে অনেক শিশুকে অসুস্থ হয়ে পড়তেও দেখা গেছে।উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক রনি বলেন, প্রতিদিন হাসপাতালের আউটডোরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। গরমের কারণে জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগ নিয়ে শিশুরা হাসপাতালে ভিড় করছে। ডা. ওমর ফারুক বলেন, এই গরমে শিশুদের সুরক্ষা দিতে ওষুধের চেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, প্রচণ্ড গরমে কোন অবস্থাতেই শিশুদের আইসক্রিম জাতীয় খাবার থেকে বিরত রাখতে হবে। যাবতীয় ঠান্ডা কোমল পানীয় পরিহার করতে হবে। শিশুদের নিয়ে অপ্রয়োজনে রোদে বের না হওয়াই ভালো। সম্ভব হলে বড় ছোট সবাই মাথায় ক্যাপ ব্যবহার করবেন। প্রচণ্ড গরমে রোদের তাপ এবং গরম থেকে সুরক্ষা পেতে মাথায় ক্যাপ ব্যবহারে উপকার পাওয়া যাবে বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধচবি কর্মচারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পালনের আহ্বান
পরবর্তী নিবন্ধ১৮ কোটি টাকা ব্যয়ে রাউজানে তিনটি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন