আমবাগান ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ডের ৪টি বিদ্যালয়ের ৪০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ অর্থ প্রদান করার উদ্যোগ নেয়া হয়। প্রথম ধাপে ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের ১০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দেয়ার মাধ্যমে মানব সেবার লক্ষ্যে শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার সামান্য প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের এই ধরনের মানব কল্যান মূলক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মেরিনা জাহান, শিক্ষক শামীমা আরা সুলতানা, মো. মশিউর রহমান, আব্দুল হালিম, সৌমেন বড়ুয়া, মো. রেজাউল করিম রিটন, এ ইফতেখার আবির এলভি, মোমিনুল হক সুমন, তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।