ভুয়া জন্মসনদ নিয়ে চট্টগ্রামে পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়ে ধরা পড়েছে এক রোহিঙ্গা কিশোরী।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে আটক ১৩ বছর বয়সী মেয়েটিকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান।
তিনি বলেন, “ঐ কিশোরী সকালে পাসপোর্টের আবেদন জমা দেয়। কাউন্টারে তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় সন্দেহ হলে আঙ্গুলের ছাপ যাচাই করা হয়। কিশোরীর কাছ থেকে সংগ্রহ করা আঙ্গুলের ছাপ রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিতদের সাথে মিলে গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে রোহিঙ্গা বলে স্বীকার করে।” বিডিনিউজ
আবু সাইদ জানান, আবেদনের সঙ্গে জমা দেওয়া ভুয়া জন্মসনদে কিশোরীর নাম ফাতেমা ইয়াসমিন তালুকদার, বাবার নাম মঈন উদ্দিন আহমেদ তালুকদার, মার নাম সাবিনা ইয়াসমিন ও হাটহাজারীর কাটিরহাট সোনাগাজি তালুকদার বাড়ির ঠিকানা দেওয়া আছে।