চমেকে রোগী অপহরণের সময় হাতেনাতে আটক দালালচক্রের প্রধান

আজাদী অনলাইন | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দালালচক্রের প্রধান রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল চমেক হাসপাতালে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের মূলহোতা। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ করে। বাংলানিউজ
প্রত্যক্ষদর্শীরা জানান, চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের এক রোগীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল দালাল রবিউল। এই সময় ঐ রোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। পরে খবর পেয়ে রবিউলের হাত থেকে রোগীকে উদ্ধার করে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, “আটক রবিউল দালাল চক্রের মূলহোতা। তিনি ২৮ নম্বর ওয়ার্ডের এক রোগীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।”
এর আগে মঙ্গলবার চমেক হাসপাতালে আরও এক দালালকে ধরে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল দালালমুক্ত করার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে ।

পূর্ববর্তী নিবন্ধস্থায়ীভাবে চাকরিচ্যুত এসআই হেলাল
পরবর্তী নিবন্ধপাসপোর্ট করাতে গিয়ে আটক রোহিঙ্গা কিশোরী