কঠোর লকডাউনে সারাদেশের মতো চট্টগ্রাম থেকেও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে কৃষি পণ্যসহ অনান্য সব ধরনের পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে চট্টগ্রাম থেকে জামালপুর সরিষাবাড়ী পর্যন্ত ১৪ এপ্রিল থেকে পার্সেল ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনদিন পার্সেল ট্রেনে পণ্য পরিবহন যেমন বাড়ছে-সেই সাথে বাড়ছে আয়ও। গতকাল সবোর্চ্চ ৬৯ হাজার ২৪১ টাকা আয় হয়েছে। গতকাল চট্টগ্রাম থেকে মাছ-শুটকি-ফার্নিচারসহ অন্যান্য পণ্য মিলে ১০ হাজার ৫৪৫ কেজি পণ্য গেছে জামালপুরের সরিষাবাড়ির উদ্দেশ্যে। গত রবিবার আয় হয়েছে ৩৫ হাজার ৩৬৮ টাকা।
প্রতিদিন বিকাল ৩টায় চট্টগ্রাম স্টেশন থেকে সরিষাবাড়ী পার্সেল ট্রেনটি ছেড়ে যায়। সরিষাবাড়ী পৌঁছে ভোর সাড়ে ৪ টায়। সরিষাবাড়ী থেকে একটি ট্রেন ভোর সাড়ে ৫ টায় ছাড়া হয় এবং চট্টগ্রাম পৌঁছে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে জানান, দিনদিন পার্র্র্র্সেল ট্রেনে আয় বাড়ছে। পার্সেল ট্রেনে কৃষি পণ্য থেকে শুরু করে মাছ-শুটকি থেকে যত রকমের পার্সেল আছে সবই যাচ্ছে।
এদিকে ঢাকা-সিলেট রুটে পণ্যবাহী ট্রেন ঢাকা থেকে ছাড়ে বিকেল সাড়ে ৩ টায় এবং সিলেট পৌঁছে রাত আড়াইটায়। আবার সিলেট থেকে একটি ট্রেন সকাল পৌনে ৭টায় ছাড়া হয়। ঢাকা পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টায়।