পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব এমপির

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সংসদ সদস্য (এমপি) নাথান ল্যাম্বার্ট। তার কীর্তি নিয়ে ইতোমধ্যে শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।

পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। সেই সঙ্গে এও জানিয়ে দেন, আপাতত তার সঙ্গে কোনো আংটি নেই। ব্যস্ত পার্লামেন্টে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত। এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে। খবর বাংলানিউজের।

ল্যাম্বার্ট ও নোয়া লিভইন সম্পর্কে রয়েছেন। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু একসঙ্গে থাকলেও এতদিন তারা বিয়ে করেননি। এবার ল্যাম্বার্টের প্রস্তাবে নোয়া সাড়া দেওয়ায় বিয়েটা এখন সময়ের অপেক্ষা।

অস্ট্রেলিয়ার এই এমপি বলেন, (নোয়া) রাজি হয়েছে। এটা দারুণ ব্যাপার। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রস্তাব দেওয়া নিয়ে রীতিমতো দারুণ পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনা ও অন্যান্য সমস্যায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে প্রস্তাব দেওয়ার কাজ ফেললেন তিনি। তাও একেবারে পার্লামেন্টে।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৯.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনারী-পুরুষ সমতা আনতে ৩০০ বছর লাগবে : জাতিসংঘ মহাসচিব