পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য জুম্ম জনগণকে একসাথে সামিল হতে হবে। যে কোনো মূল্যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৪ তম কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উষাতন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন নাজমুল হক প্রধান, অতুলন দাশ আলো, ম্রানুচিং মারমা।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি রামপুর ওয়ার্ড শাখার ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩