পার্বত্যাঞ্চলের রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন শেখ হাসিনা

রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি বলেন, পার্বত্যাঞ্চলের সকল রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অতীতে কেউ করেনি। শেখ হাসিনার পার্বত্যাঞ্চলের প্রতি আলাদা দরদ রয়েছে। তাঁর আন্তরিকতার ফলে পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

গতকাল শুক্রবার রাঙামাটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগ সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি সবকিছু স্থাপন করে দিয়েছে। যা অতীতের কোনো সরকার করে দেয়নি।

পার্বত্য মন্ত্রী বলেন, সরকার পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাড়ে ৪০ হাজার সোলার হোম সিস্টেম বিতরণ করছেন। সরকার সারাদেশে বিদ্যুতের আলো পৌঁছে দিতে ৫৬৫ কোটি টাকা ব্যয় করেছে। সামনে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রেস ক্লাবের বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে। এর আগে মন্ত্রী জেলা সদরের বালুখালী ইউনিয়নের ৬৩৯ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেন। পার্বত্য মন্ত্রী গতকাল দুই দিনের সফরে রাঙামাটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া ঢেমশা গ্রামে বিনামূল্যে ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধআধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সরকার উৎপাদন বৃদ্ধি করেছে