আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সরকার উৎপাদন বৃদ্ধি করেছে

পটিয়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

পটিয়ায় কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গত বুধবার শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা এম এজাজ চৌধুরী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: বুলবুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা টিটন কুমার দে, সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম, কংকা দাশ প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, সামপ্রতিক সময়ে অধিকাংশ কৃষক উৎপাদন খরচ বেশী ও ফলন কম হওয়ার অজুহাতে চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলে আসছে। অথচ সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজন মত বীজ ও সার প্রদান করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। যা মাঠ পর্যায়ে সফল হলে দেশে খাদ্য সংকট দূর হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্যাঞ্চলের রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধসুপ্তধারা খেলাঘর আসরের সম্মেলন