পার্কে বখাটের অবাধ প্রবেশ বন্ধ করুন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের কোল ঘেষে অবস্থিত শিল্পাচার্য জয়নুন আবেদীন পার্ক। পার্কটি শিশুদের মেধাবিকাশ এবং শরীরচর্চার জন্য অন্যতম একটি দর্শনীয় স্থান। ময়মনসিংহ শহরের ঐতিহ্যের ধারক এই পার্ক। এক কথায় বলতে গেলে এই পার্কটি এই শহরের বসবাসরত মানুষের জন্য অক্সিজেন স্বরূপ। প্রতিদিনই অভিভাবকরা তাদের সন্তানদের একটু মুক্ত বাতাসে ঘুরতে বা খেলা-ধুলার জন্য নিয়ে আসেন এই পার্কে। এছাড়াও শিশু, যুবক, বৃদ্ধ সবার জন্য ইট পাথরের শহর থেকে বেরিয়ে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একমাত্র জায়গা এই পার্ক। কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিদিনই দেখা যায় পার্কের ভিতর বখাটে ছেলেদের আনাগোনা। বেপরোয়া গতিতে বাইক চালিয়ে পার্কের ভিতরে অবাধে ঘুরে বেড়ায় এসব বখাটেরা। যার ফলে শিশু কিশোরদের খেলা-ধুলার পরিবেশ নষ্ট হয় এবং দর্শনার্থীদেরকেও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। কিছুদিন পূর্বে পার্কে খেলতে থাকা ৪ বছরের একটি বাচ্চাকে বাইক দুর্ঘটনার কবলে ফেলে এসব বখাটে । পরে কয়েকজন সামনে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে ৷ শুধু এই ঘটনায় নয় আরো বেশ কয়েকবার ছোট বাচ্চাদের সাথে এরকম বাইক এক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এছাড়াও পার্কে ঘুরতে আসা স্কুল-কলেজের মেয়েদের ইভটিজিং, নোংরা ভাষা ও বাজে মন্তব্য করে এসব বখাটেরা। শহরের মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগের জায়গায় বখাটেদের এভাবে অবাধ প্রবেশ এবং উদ্ধত আচরণ কোনভাবেই কাম্য নয়। তাই এসব বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পার্কের সুষ্ঠু- সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
ইমরান হোসাইন,
সদর, ময়মনসিংহ।

পূর্ববর্তী নিবন্ধসুনির্মল বসু: কবি ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধলোভ মানুষকে বিপথে পরিচালিত করে