পার্কভিউ হাসপাতালে ম্যামোগ্রাফি উদ্বোধন ও সেমিনার

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে ম্যামোগ্রাফি উদ্বোধন ও ম্যামোগ্রাফি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন মা ও শিশু মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সার্জারী বিশেষজ্ঞ ডা. নাজমা মাহবুব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওলজিও ইমেজিং বিশেষজ্ঞ ডা. উম্মে হানি।
সেমিনারে সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এবং মডারেটর ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্ট ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খন্দকার এ কে আজাদ, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোরুল হক এবং প্রফেসর ডা. এম আর খান।
বক্তারা স্তন ক্যান্সারের নানা দিক তুলে ধরেন, সাথে সাথে রোগ নির্ণয় এবং নিরাময়ে নানা পরামর্শ দেন। স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সচেতন করা এবং যথাযথ চিকিৎসার উদ্দেশ্যে প্রত্যেক চিকিৎসক একজন আরেকজনের সহায়তা নিয়ে রোগী দেখলে খুব সহজেই স্তন ক্যান্সার প্রতিরোধ করা যাবে।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞরা আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে প্রায় ১৫০ জন বিশেষজ্ঞ ও পার্কভিউ হাসপতালের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোভাষ শিপিংয়ের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্বামীর সাথে বিচ্ছেদ মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রীর আত্মহত্যা