পারাপারের সময় গাড়ির ধাক্কায় শিক্ষার্থী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

স্কুল ছুটির পর দল বেঁধে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হচ্ছিল। এর মধ্যে চট্টগ্রামুখী একটি কংক্রিটের রেডিমিক্সের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। আর ট্রাকটি ধাক্কা দেয় মো. সাকিব (১৫) নামে এক শিক্ষার্থীকে। এতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায় অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কে এম হাইস্কুলের সামনে গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির ধাক্কায় যখন সাকিব মহাসড়কে পড়ে যায়, তখন ট্রাকের চালক ও রেডিমিক্সের গাড়ির চালক আসন ছেড়ে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ গিয়ে গাড়ি দুটি আটক করে। আহত সাকিব ওই বিদ্যালয়ের কারিগরি শিক্ষা বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ভাটিয়ারী এলাকায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বহু চেষ্টা করেও বিদ্যালয়ের সামনে একটি ফুটওভারব্রীজ নির্মাণ করতে পারছেন না। বার আউলিয়া হাইওয়ে থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, শিক্ষার্থীর পায়ে আঘাত লেগেছে। গাড়ি দুটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঐতিহ্যবাহী স্থানসমূহ সংস্কার ও সংরক্ষণ করা হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই মামলায় ১১ হাজার টাকা জরিমানা