ঐতিহ্যবাহী স্থানসমূহ সংস্কার ও সংরক্ষণ করা হবে

চট্টেশ্বরী মন্দির পরিদর্শনকালে মেয়র

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টেশ্বরী মন্দির শুধু উপাসনালয় নয়, এটি চট্টগ্রাম নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান। নগরীতে যেসব ঐতিহ্যবাহী স্থানসমূহ রয়েছে তা পর্যায়ক্রমে সংস্কার ও এর ঐতিহ্যের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তিনি চট্টেশ্বরী মন্দিরটি নতুনভাবে সংস্কার এবং মন্দিরের অভ্যন্তরে যে পুকুরটি রয়েছে তা সংস্কার, পুকুরের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ, পূজা করার ও প্রসাদ বিতরণের স্থান সংস্কার এবং পূজারীদের স্নানের স্থান সংস্কারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্দির কমিটির নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। গতকাল সোমবার চট্টেশ্বরী রোডস্থ চট্টেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, মন্দিরের প্রধান সেবায়ত অরুণ চক্রবর্ত্তী, সেবায়ত ডা. বিজয় চক্রবর্ত্তী, শিবু চক্রবর্ত্তী, বাবুল চক্রবর্ত্তী, দেবু চক্রবর্ত্তী, অর্পন চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপারাপারের সময় গাড়ির ধাক্কায় শিক্ষার্থী আহত