পারকি সৈকতের নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে

দুই দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি প্রকল্পের কাজ

এম.নুরুল ইসলাম, আনোয়ারা | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দ্বিতীয় বৃহৎ পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীরটি ভেঙে পড়েছে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়ম, লোনাপানি, লোনাপানিযুক্ত বালির ব্যবহার, পর্যাপ্ত মাটি ভরাট না করাসহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে পর্যটন কেন্দ্রের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। তার ১ বছর আগেরও বেশি সময় আগে একই কারণে পূর্ব পাশের সীমানা প্রাচীর হেলে পড়েছিল। বর্তমানে দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পের নির্মাণ কাজ কখন শেষ হবে তা কারো জানা নেই। প্রকল্পের প্রকৌশলী অসীম শীল সাংবাদিকদের জানান, প্রবল বৃষ্টিতে পানি এবং বালির চাপের কারণে সীমানা প্রাচীরটি হেলে পড়েছে। জানা যায়, পারকি সমুদ্র সৈকতকে আধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৩ দশমিক ৩৬ একর জমিতে বিগত ২০১৮ সালে ৬২ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের সিডিউল অনুযায়ী প্রকল্প মেয়াদ ছিল দুই বছর। উক্ত সময়ের মধ্যে ৩ ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ শতাংশ কাজও শেষ করতে পারেনি। পরে কাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর ৬২ কোটি টাকার প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। কিন্তু মেয়াদ, বরাদ্দ দুটি বাড়িয়েও কাজের ধীরগতির কারণে এখনো নির্মাণ কাজ শেষ করতে না পেরে আরেক দফা মেয়াদ ও ব্যয় বাড়িয়ে ৭৯ কোটিতে পৌঁছে প্রকল্প ব্যয়। তারপরও এখনো ৮০% কাজ শেষ হয়নি প্রকল্পটির।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে; কয়েকশ ফুট সীমানা প্রাচীর হেলেও পড়েছে। পাশে খাদের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আকতার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিগত সরকারের প্রভাব খাটিয়ে সিডিউল না মানে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কাজ করেছে। দুই তিন দফা সময় আর ব্যয় বাড়ানোর পর নিম্নমানের কাজ নিয়ে সকলের মাঝে ক্ষোভ রয়েছে। বর্তমানে দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। তার আগে পূর্ব পাশেরটাও হেলে পড়েছিল। এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী বলেন, প্রাচীরের নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। মূলত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধবানভাসি মানুষের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মন্দির পরিদর্শনে দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দ