পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

অর্থ ও মানব পাচারের অভিযোগে বিচারাধীন মামলায় কুয়েতে আটক থাকা সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তাদের জামিন আবেদন খারিজ করে বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম গত ২৬ নভেম্বর হাই কোর্টে জামিন আবেদন করেন। তাদের মধ্যে সেলিনা ও ওয়াফার আবেদন বৃহস্পতিবার নাকচ হয়ে গেলেও জেসমিনের আবেদনটি এদিন কার্যতালিকায় আসেনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘আদালত তাদের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য ১০ দিন সময় দিয়েছেন।’ এছাড়া বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. আরেফিন আহসান মিঞার স্বাক্ষরিত একটি চিঠি এদিন আদালতের নজরে আনা হয়। যেখানে তিনি আসামিদের এফডিআর এবং ঋণের টাকার ক্ষেত্রে ‘অর্থপাচার প্রতীয়মান হয়নি’ বলে মন্তব্য করেছেন। আমিন উদ্দিন মানিক বলেন, এ কারণে আগামী ৪ জানুয়ারি তাকে (আরেফিন আহসান মিঞা) হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। কোন কর্তৃত্ববলে তিনি ওই চিঠি দিয়েছেন সে ব্যাখ্যা উপ-পরিচালককে দিতে হবে।
পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ নভেম্বর তার এবং তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেই
পরবর্তী নিবন্ধপটিয়ায় ওয়াসার গাড়ি উল্টে ৪ কর্মচারী আহত