পাঠানটুলী নজির ভান্ডার দরবারে ওরশ কাল

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

শাহ্‌সূফি হাফেজ মওলানা সৈয়দ নজির আহমদ শাহ্‌ (ক.) মাইজভান্ডারীর ৬২ তম ওরশ পাঠানটুলী নজির ভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া হাফেজ মঞ্জিলে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে আখেরি মোনাজাত করবেন দরবারের সাজ্জাদানশীন শাহ্‌জাদা সৈয়দ শামশুল হুদা মাইজভান্ডারী। ওরশে সকল কর্মসূচি পরিচালনা করবেন হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ্‌ দরবার শরীফ এন্তেজামিয়া কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিপ্লবী অমর সেনকে স্মরণ