পাঠানটুলি আজাদ বয়েজ ক্লাব আয়োজিত আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২ জানুয়ারি আগ্রাবাদ প্লে গ্রাউন্ড টার্ফে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এই খেলায় মনির ওয়ারিয়র্স ২–০ গোলে মরহুম ছবির উল্লাহ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাধারণ সম্পাদক সৈয়দ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুটবলার আহমেদুর রহমান,সিরাজউদ্দৌলা, নাসিরুল্লাহ ও জাহেদ হোসেন। অনুষ্ঠানে উপদেষ্টা জহিরুল্লাহ, সেকান্দার মিয়া ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।












