পাঠক সমীপে

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের সংবাদপত্র। করোনা সংক্রমণ শুরুর পর থেকেই গভীর সঙ্কটে পড়ে গেছে সংবাদপত্র শিল্প। ছাপা পত্রিকার সবচেয়ে বড় আয়ের উৎস বিজ্ঞাপন। গত দু’বছরে পত্রিকার বিজ্ঞাপন আয় অনেক কমেছে। অন্যদিকে নিউজপ্রিন্টের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। কালিসহ আনুষঙ্গিক সামগ্রীর দামও বেড়ে গেছে। এই অবস্থার মধ্যেও দীর্ঘদিন ভর্তুকি দিয়ে পত্রিকা সরবরাহ অব্যাহত রাখতে হয়েছে আমাদের। কিন্তু টানা ভর্তুকি প্রদানে অপারগ হয়ে একান্ত বাধ্য হয়েই দৈনিক আজাদী’র মূল্য এক টাকা বৃদ্ধি করে ৬ (ছয়) টাকা থেকে ৭ (সাত) টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আগামীকাল (২০ জুলাই, বুধবার) থেকে কার্যকর হবে।
আশা করছি, আগের মতোই আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
-কর্মাধ্যক্ষ

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না জানা যাবে আজ
পরবর্তী নিবন্ধপ্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং