‘বই পারে সব বদলাতে মনোভঙ্গী/ সকলের কাছে বই তাই প্রিয় সঙ্গী’। এ স্লোগানকে সামনে রেখে চট্টগামের স্বনামখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘শৈলী প্রকাশন’ প্রথমবারের মতো আয়োজন করছে এক ব্যতিক্রমী উৎসব। যার নাম পাঠক উৎসব। এদিন মূলত পাঠকরাই থাকবেন কথামালায়। এমন একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ‘পাঠক উৎসব‘ উপলক্ষ্যে সেদিন ৩০% কমিশনে পাঠকরা বই সংগ্রহ করতে পারবেন। আর যাঁরা অগ্রিম গ্রাহক হলেন, তাঁদের জন্য রয়েছে বাড়তি সুযোগ। তাঁরা পাবেন দ্বিগুণ টাকার বই। ১৮ মার্চ শনিবার ৯.৫৯ টায় উদ্বোধনের মধ্যদিয়ে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দিনভর চলবে এ উৎসব। সবার জন্য উন্মুক্ত। এ উৎসব সফল হোক, জয় হোক পাঠকের।
উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন : একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। উদ্বোধন করবেন : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, সম্পাদক, দৈনিক আজাদী। এতে অতিথি থাকবেন প্রফেসর ড. শিরীণ আখতার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. সেলিনা আখতার, উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী, উপাচার্য, চিটাগং ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, উপাচার্য, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ড. আনোয়ারা আলম, সাবেক অধ্যক্ষ, আগ্রাবাদ মহিলা কলেজ।
উদ্বোধনী পর্বের পর থাকছে ‘কেমন বই চাই‘ শীর্ষক আলোচনা। এতে সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ আলোচনায় থাকবেন সরকারি কলেজের ৫ অধ্যক্ষ। তাঁরা হলেন : প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ, প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, অধ্যক্ষ, পটিয়া সরকারি কলেজ, প্রফেসর রনজিৎ কুমার দত্ত, অধ্যক্ষ, গাছবাড়িয়া সরকারি কলেজ, এবং প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীন খান, অধ্যক্ষ, বাকলিয়া সরকারি কলেজ। দ্বিতীয় অধিবেশনে বিকেল সাড়ে ৩টায় থাকছে ‘বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা‘র পুরস্কার বিতরণে সভাপতিত্ব করবেন: আমিনুর রশীদ কাদেরী, মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি। বিকেল ৪.৪৫ টায় থাকছে মুক্ত আলোচনা। বিষয় : বইয়ের পাঠক কীভাবে বৃদ্ধি করা যায়। সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক থাকবেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন। বিকেল সাড়ে ৫টায় পাঠকের মুখোমখি হবেন প্রখ্যাত সাহিত্যিক, শব্দঘর সম্পাদক, বাংলা একাডেমির ফেলো মোহিত কামাল। সন্ধ্যা সাড়ে ৬ টায় থাকছে একক আবৃত্তি, পরিবেশনায় থাকছেন ওপার বাংলার খ্যাতিমান বাচিকশিল্পী রুমকি গাঙ্গুলী।
দুই পর্বে (সকালে–বিকেলে) ছড়া–কবিতা পাঠ এবং কথামালা ও আড্ডায় থাকবেন : অঞ্জলি বড়ুয়া, অনুপ দাশগুপ্ত, অপু চৌধুরী, অপু বড়ুয়া, অভীক ওসমান, অমিত বড়ুয়া, অরুণ শীল, আখতারুল ইসলাম, আজিজ রাহমান, আনিস আহমেদ, আনোয়ারুল হক নূরী, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু তালেব বেলাল, আবু মুসা চৌধুরী, আবুল কালাম বেলাল, আমানউদ্দিন আবদুল্লাহ, আলী আকবর বাবুল, আরিফ রায়হান, আলেঙ আলীম, আয়েশা পারভীন চৌধুরী, ইকবাল হায়দার, ইফতেখার মারুফ, ইলিয়াস হোসাইন, ইসমাইল জসীম, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, এয়াকুব সৈয়দ, এটিএম শহীদুল্লাহ শহীদ, এম কামাল উদ্দিন, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান, এস লোকজিৎ মহাথের, ওবায়দুল সমীর, ওয়াহিদ মিরাজ, করবী চৌধুরী, কল্যাণ বড়ুয়া (ডা.), কাকলী দাশগুপ্ত, কাজী নাজনীন, কাজী রুনু বিলকিস, কাজী রোকনুজ্জামান, কাঞ্চনা চক্রবর্তী, কানাই দাশ, কানিজ ফাতিমা, কামরুন ঋজু, মোহাম্মদ কামাল হোসেন, কাসেম আলী রানা, কেশব জিপসী, কোহিনুর আকতার, কোহিনুর শাকি, খনরঞ্জন রায়, খালেছা খানম, খালেদা আউয়াল, গাজী, মোহাম্মদ নুরুদ্দিন, গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরীপ্রভা দাশ, চাঁদ সুলতানা নকশী, ছন্দা চক্রবর্তী, ছাইফুল হুদা ছিদ্দিকী, জসিম উদ্দিন খান, জসীম মেহবুব, জাকির হোসেন কামাল, জান্নাতুল ফেরদৌস, জাহাঙ্গীর মিঞা, জাহানারা মুন্নী, জায়তুন্নেসা জেবু, জিনাত আজম, জুবাইর জসীম, জেবারুত সাফিনা, জি এম জহির উদ্দীন, জোনাকী দত্ত, ঝর্না বড়ুয়া, টুম্পা ভট্টাচার্য, তরুণ কান্তি বড়ুয়া, তহুরীন সবুর ডালিয়া, তসলিম খাঁ, তালুকদার হালিম, তাহেরা বেগম, তানজিনা রাহী, তানভীর হাসান বিপ্লব, দিল মোহাম্মদ, দীপক বড়ুয়া, দীপান্বিতা চৌধুরী, নাছির উদ্দিন মুহাম্মদ রহমত উল্লাহ, নাজনীন আমান, নাজনীন লাকী, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু কুমার দাশ, নান্টু বড়ুয়া, নারায়ন বৈদ্য (ড.), নাসিম আখতার রীনা, নাসির উদ্দিন হায়দার, নিজাম উদ্দিন, নিজামুল ইসলাম সরফী, নিলুফা আকতার চৌধুরী, নিশাত হাসিনা শিরিন, নীলিমা শামীম, নুর উদ্দিন, নূরনাহার নিপা, নূর হোসেন নিজামী তারা, নেছার আহমদ, পরিমল ধর, পারভীন আকতার, পিংকু দাশ, পুষ্পিতা সেন, প্রণব কুমার চৌধুরী (ডা.), প্রতিমা দাশ, প্রদীপ ভট্টাচার্য, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফাতেমা জেবুন্নেসা, ফায়জুন্নেসা মিলি, ফারজানা আজিম, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফিরোজ উদ্দিন তুহিন, ফেরদৌস আরা রীনু, বনশ্রী বড়ুয়া, ববি বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, বিচিত্রা সেন, বিপুল বড়ুয়া, বিপ্রতীপ অপু, বিভা ইন্দু, বিভাস গুহ, বিলাস কান্তি দাস, বিশ্বজিত বড়ুয়া, বীণাপাণি চক্রবর্তী, মনসুর নাদিম, মর্জিনা আখতার, মল্লিকা বড়ুয়া, মাজহার হেলাল, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মাহবুবুল হাসান, মারজিয়া খানম সিদ্দিকা, মিজানুর রহমান শামীম, মিনহাজুল ইসলাম মাসুম, মির্জা মোহাম্মদ আলী, মিতা দাশ, মিতা পোদ্দার, মিটুল দাশগুপ্ত, মিলন বনিক, মুশফিকুর রহমান, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ মহসীন চৌধুরী, মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ মুসা খান, মো. আব্দুল হাই, মো. মফিজুর রহমান ইমন, মোহাম্মদ জহির, মোয়াজ্জেম হোসেন, মৃলালিনী চক্রবর্তী, যাদব চন্দ্র দাস, রফিক আহমদ খান, রশীদ এনাম, রহমান রনি, রাজন বড়ুয়া, রায়হানা হাসিব, রাশেদ চৌধুরী, রাশেদ রউফ, রাসেল পাল, রাসু বড়ুয়া, রিজোয়ান মাহমুদ, রিফাত ফাতেমা তানসি, রুনা তাসমিনা, রূপক কুমার রক্ষিত, রূপম চক্রবর্তী, রেজাউল করিম স্বপন, রেহেনা মাহমুদ, রোকন উদ্দিন, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, শওকত আলী সুজন, শওকত হোসাইন, শর্মি বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, শরণঙ্কর বড়ুয়া, শহীদুল ইসলাম শহীদ, শাকিল আহমদ, শামসুদ্দিন শিশির, শামীম ফাতেমা মুন্নী, শামীমা আক্তার, শামীমা আক্তার শিল্পী, শারুদ নিজাম, শাহনাজ পারভীন সিঁথি, শিউলি নাথ, শিপন দেবনাথ, শিপ্রা দাশ, শিরিন আফরোজ, শুকলাল দাশ, শুভাশীষ দত্ত ভানু, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, শেলীনা আকতার খানম, শ্রীধর দত্ত, শৈবাল বড়ুয়া, সনজীব বড়ুয়া, সমীরণ বড়ুয়া, সরওয়ার আরমান, সাহেনা নাজনীন, সংগীতা চৌধুরী, সংযুক্তা চৌধুরী বড়ুয়া, সত্যজিৎ দাশ কাঞ্চন, সনজিত দে, সাইফুল আজম সৈয়দ, সাইফুল্লাহ কায়সার, সাঈদুল আরেফীন, সাদিয়া আফরিন, সামিমুন নাহার হুসনু, সালাম সৌরভ, সিমলা চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, সুমন মজুমদার, সুপ্রতিম বড়ুয়া, সুমি দাশ, সুরভি কান্তা, সুলতানা নুরজাহান রোজী, সুসেন কান্তি দাশ, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দিন, সৈয়দা ডলিয়া, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সোহানা শারমিন তালুকদার, সৌভিক চৌধুরী, সৌরভ শাখাওয়াত, হেলাল চৌধুরী, হৈমন্তী তালুকদার, হোসাইন মোস্তফা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।