পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজের মেয়ে মরিয়ম

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন একজন নারী। তিনি পিএমএলএন প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। দলটির সাবেক মন্ত্রী রানা তানবির হোসেন এতথ্য জানিয়েছেন। তাছাড়া নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৫.৫১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকারচুপি করে জেতানোর অভিযোগ তুলে পাক এমপির পদত্যাগ