পাচার হওয়া অর্থ ফেরাতে দায়মুক্তির ঘোষণা আসছে : অর্থমন্ত্রী

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

দেশ থেকে যে টাকা বিদেশে পাচার হয়েছে, নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বিনা প্রশ্নে তা আবার দেশে ফেরানোর সুযোগ দিতে বাজেটের আগেই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে যেসব টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে, আমরা বিভিন্নভাবে এসব টাকা ফেরতের সুযোগ দিতে অ্যামনেস্টি দিচ্ছি, যাতে টাকাগুলো আমাদের দেশে ফিরে আসে, এটাই আমাদের উদ্দেশ্য। খবর বিডিনিউজের।

অপ্রদর্শিত আয় বৈধ করার বিভিন্ন ধরনের সুযোগ বহু আগে থেকেই দিয়ে আসছে সরকার। তবে বিদেশে পাচার হওয়া টাকা ফেরানোর ক্ষেত্রে এ ধরনের সুযোগ আগে কখনও দেওয়া হয়নি। এই সুযোগ দেওয়া হলে বাংলাদেশি নাগরিকরা বিদেশে তাদের সম্পদের তথ্য আয়ের বিবরণীতে যুক্ত করার সুযোগ পাবেন, ওই অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে হবে না।

বাজেটে এ বিষয়ে ঘোষণা থাকবে কিনা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, বাজেটের আগেই আমরা চেষ্টা করছি ঘোষণাটা দেওয়ার জন্য। সাংবাদিকরা এ বিষয়ে আরও বিশদ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে যখন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা বাংলাদেশ ব্যাংক থেকেই হবে। বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলেশন করবে, সেখান থেকে আপনার জানতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা ঘোষণায় ১৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি
পরবর্তী নিবন্ধস্বপ্নই মানুষকে এগিয়ে নেয়