পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় অটোরিকশা আরোহীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৭ জুন, ২০২১ at ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ট্রাক দুর্ঘটনায় অন্তু সরকার (২৪) নামে এক যুবক মারা গেছে।
আজ রবিবার (২৭ জুন) রাত সাড়ে নয়টায় সড়কের আমতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
তিনি হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগন্নাথ পাড়ার অনিল সরকারের পুত্র।
মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রুপেন কুমার শীল জানান, অন্তু সরকার মানিকছড়িতে একটি মৌসুমী ফলের দোকানে চাকরি করে।
রাতে দোকানের মালামাল আনতে একটি সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে তাকে বহনকারী অটোরিকশার সামনে এক পাগলকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গেলে তার পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।
মেম্বার রুপেন কুমার শীল মানিকছড়ি থানায় যোগাযোগ করে মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছেন বলে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ৪ ছিনতাইকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ছাত্রলীগের ৪ কমিটি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত