চন্দনাইশে ছাত্রলীগের ৪ কমিটি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৭ জুন, ২০২১ at ১১:০৭ অপরাহ্ণ

সদ্য ঘোষিত চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা এবং গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট পালন অব্যাহত রেখেছে।
আজ রবিবারও (২৭ জুন) কয়েকশ’ ছাত্রলীগ নেতা-কর্মী উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অবস্থান নেয়।
এর আগে গত শুক্রবার উপজেলার ৪ ইউনিট কমিটি ঘোষণার পর পর তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করায় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
একইদিন মহাসড়কের বুলার তালুক, দোহাজারী পৌরসভা ও বাদামতল এলাকায়ও সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শনিবার দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করার পর আজ রবিবারও কয়েকশ নেতা-কর্মীদের তৃতীয় দিনের মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে এবং মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় অটোরিকশা আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালী-পেকুয়া সড়‌কে বাস-অটোরিকশা সংঘ‌র্ষে শিশু সহ আহত ৪