পাখির রাজ্য

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দূরের বনে কোকিল ডাকে

ডাকে শ্যামা, ফিঙে, ময়না,

মাছরাঙাটা টুপ করে ডুব

বুলবুলি ধরে বায়না।

চড়ুই, শালিক, টিয়ার মাতন

দোয়েল, মোটুসী দেখায় নাচ,

কাঠঠোকরা ঠুকরে বেড়ায়

বাবুই করে বাসার কাজ।

গাংচিল গা ভাসিয়ে দিয়ে

বেড়ায় জলের ধারে,

পানকৌড়ি বকের সাথে

আনন্দে লেজ নাড়ে।

পায়রা ডাকে বাকবাকুম

টুনটুনি করে টুনটুন,

নীলকান্ত টা রূপ দেখিয়ে

দেখালো তার গুণ।

বসন্তবৌরির রূপে হেরি

চখাচখি মুগ্ধ তাই,

ধনেশপাখি বলে উঠলো

এবার তবে আমি যাই।

উটপাখি আর টার্কি

করছে দৌড়াদৌড়ি,

কোয়েল পাখা গুটিয়ে চলে

তোতা ডালে বসে ওড়াউড়ি।

কাকাতুয়া ঝুঁটি নেড়ে বলে

আমিও আছি সাথে,

চোখগ্যালো ডেকে উঠে

প্যাঁচা ডাকে নিশি রাতে।

আরো আছে নানা রকম

পাখির রাজ্যে পাখি,

আমারও তো ইচ্ছে করে

তাদের সাথেই থাকি।

পূর্ববর্তী নিবন্ধযেন জোছনার শরীর
পরবর্তী নিবন্ধভাঙনের শব্দ শুনি