পাখির নিরাপদ অভয়ারণ্য

ছাইফুল হুদা ছিদ্দিকী | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ভোর সকালে ঘাসের ডগায় শিশির এর দেখা মেলছে। শীত আসছে। আসবে পরিযায়ী পাখি। পাখির একটা স্বাধীনতা হলো ওদের কোন পার্সপোর্ট ভিসা বা ইমিগ্রেসনের প্রয়োজন নেই। ওদের পথ চেনার কোন আধুনিক যন্ত্রপাতি নেই। তারপরও ওরা ঠিকই গন্তব্য যথা সময়ে পৌছে যায় । মহান আল্লাহের কৃপায় এরা প্রাকৃতিক নিয়মে পথ ঘাট খাল বিল চিনে নেয়। পথ চলাতে ওরা পাহাড় পর্বত, উপকুল রেখা, নদী, সূর্য, চাদঁ, তারা ইত্যাদির মাধ্যমে পথ খোজেঁ নেয়। পাখিদের মধ্যে অভিজ্ঞ পাখিরা সামনের সারিতে থাকে।এরা পুরো দলকে যথাস্থানে মানে যেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য ও আবহাওয়া সঠিক সেখানে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। আমরা জানি প্রতিবৎসর পাখি পরিযানের মূল দুটো কারণ হচ্ছে খাদ্য এবং বংশবৃদ্ধি। আমাদের দেশে শীতের প্রকোপ যত বাড়বে পরিযায়ী পাখি আরো আসবে। আসুন আমরা ওরা যাতে এদেশে নিরাপদে থাকতে পারে এই বিষয়ে সবাই সজাগ ও সচেষ্ট থেকে ওদের আগমন, নিরাপদ আশ্রয় এবং বংশবৃদ্ধিতে সহায়তা করি ।এদেশ হোক পাখিদের নিরাপদ অভয়ারন্য।

পূর্ববর্তী নিবন্ধনারীদের নিজের পায়ে দাঁড়ানো অতীব জরুরি
পরবর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ্‌ (রা.)