নারীদের নিজের পায়ে দাঁড়ানো অতীব জরুরি

কাজী নাজরিন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সমাজের বুকে স্থান পেতে হলে নারীদের অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের উপর ভর দিয়ে টিকে থাকা নারীর জন্য অসহনীয় কষ্টের। যেখানে থাকে না বিন্দুমাত্র স্বাধীনতা, থাকে না নিজের অনুভূতি কিংবা ইচ্ছা প্রকাশের স্বাধীনতা। অন্যকে খুশি করার জন্য, নিজেকে টিকিয়ে রাখতে হরেকরকম অভিনয় করে নারীর জীবন চলমান। তবে হ্যাঁ ব্যতিক্রমী ও কারো কারো হয়। যেটা একমাত্র ভাগ্য বলা চলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারী বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে থাকে কেউ শারীরিক আবার কেউ কেউ মানসিক নির্যাতনের শিকার হয়। পরিবার হতে একটা মেয়েকে সেভাবে প্রস্তুত করতে হবে এবং সুযোগ দিতে হবে যাতে করে মেয়েটা অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। একটা ছেলে পরিবারের দায়িত্ব নিতে পারলে একটা মেয়েও তা অবশ্যই পারবে। আমাদের সমাজের অনেক মা বাবার ধারণা, মেয়ের বয়স হলে আর ভালো পাত্র পাওয়া যাবে না। এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক অনেক মেয়েকে অধ্যয়নরত অবস্থায় বিয়ে দেয়া হয় উচ্চ শিক্ষিত এবং অঢেল ধন সম্পদ দেখে। যেখানে ওই মেয়েকে অন্যের মন জয় করার জন্য নিজেকে মানিয়ে নিতে নিতে নিজের সবকিছু বিসর্জন দিতে হয়। এইভাবে অনেক মেধাবী মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে প্রতিনিয়ত। মা বাবার ভুল ধারণার জন্য। সমাজে টিকে থাকতে মেধাবী অনেক নারী অবিরাম এইভাবে হারিয়ে যাচ্ছে! সুন্দর আগামীর প্রত্যাশা মাঝপথে এইভাবে খসে পড়ছে। বিয়ের পর এক পা ঘরের বাইরে ফেলতে ও অনেক হিসেব করতে হয় যেটা কর্মজীবী বা প্রতিষ্ঠিতদের বেলায় একদম না। আমরা খেয়াল করলে দেখতে পাবো, প্রতিষ্ঠিত নারীদের কখনো ভাগ্যের উপর নির্ভর করে টিকে থাকতে হয় না। তাদেরও বিয়ে হয় প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে। যেখানে একে অপরকে মূল্যায়ন করে থাকে। একজনের অনুভূতি অন্যজন বুঝতে পারে খুব সহজে। এখানে কেউ কাউকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এখানে একে অপরের পরিপূরক। প্রতিষ্ঠিত নারীদের জীবনে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না। অনাকাঙ্ক্ষিত ভাবে সংসার ভাঙলে মা বাবা কিংবা সমাজের করুনা নিয়ে বেঁচে থাকার আকুতি করতে হয় না। তাই সবাইকে অনুরোধ করবো নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ ভাগ্যের উপর ঠেলে না দিয়ে নারীদের সমাজে প্রতিষ্ঠিত হবার সুযোগ দিন।

পূর্ববর্তী নিবন্ধএখানে প্রিয় শব্দগুচ্ছ ছিলো
পরবর্তী নিবন্ধপাখির নিরাপদ অভয়ারণ্য