পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতীয় ৯ ক্রুর প্রাণ

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতের একটি নৌকার নয় ক্রুর প্রাণ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া নৌকাটির নাম জামনা সাগর। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। নৌকাটি থেকে তারা ডিসট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে বলে। তারাই নৌকার নয়জন ভারতীয় কর্মীকে উদ্ধার করে। খবর বাংলানিউজের।

ওই জাহাজটি দুবাই যাচ্ছিল। তারা ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাই যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে। এরপর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দুইটি হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছায়। কারণ, তখনো একজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা সেই কর্মীর মৃতদেহ সমুদ্রে ভাসতে দেখে। তার দেহ উদ্ধার করা হয় এবং তা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকদিন আগেই দেশে ফিরলেন সাকিব
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্টের ক্ষমা পেলেন স্যামসাংয়ের জে ওয়াই লি