পাকিস্তানের দক্ষিণপশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির একটি ভ্যান সরু পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কিল্লা সাইফুল্লাহ জেলায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। উদ্ধারকর্মীরা পরে মৃতদেহগুলো কাছাকাছি হাসপাতালে নিয়ে যান বলে জানান সহকারী জেলা প্রশাসক মোহাম্মদ কাসিম।
দুর্ঘটনায় ভ্যানটির কোনো আরোহীই জীবিত নেই বলে মনে করা হচ্ছে। কাসিম প্রথমদিকে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও উদ্ধারকর্মীরা পরে ভ্যানের ধ্বংসাবশেষের নিচ থেকে আরও ৪টি মৃতদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর বিডিনিউজের। কর্তৃপক্ষ বলছে, বুধবার যে সময়ে দুর্ঘটনাটি ঘটেছে সেসময় আবহাওয়া ভালো ছিল। যান্ত্রিক ত্রুটি বা মনুষ্যজনিত কোনো ভুলে দুর্ঘটনাটি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দুর্বল অবকাঠামো, ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা এবং যানবাহন ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না করায় পাকিস্তানের সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানি দেখা যায়। গত বছরের জুলাইতে দেশটির মধ্যাঞ্চলের ব্যস্ত এক সড়কে শ্রমিকবোঝাই একটি বাস কন্টেইনার ট্রাকে ধাক্কা দিলে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়।