পাকিস্তানে পৃথক দুটি হামলার ঘটনায় ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান জেলায় এসব ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বার্কি ও তার গাড়ি চালক নিহত হন। এ ঘটনায় আরও ৭ সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, ব্রিগেডিয়ার বার্কি আঙ্গুর আদা থেকে ওয়ানা যাওয়ার পথে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খামরাঙ্গ এলাকায় তাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, জানিয়েছে। এর আগে একইদিন ভোররাতে ডেরা ইসমাইল খান জেলার খুট্টি এলাকায় পুলিশের একটি চেকপয়েন্টে জঙ্গিরা গুলিবর্ষণ করে। এ সময় দু’পক্ষের মধ্যে তীব্র বন্দুক লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হন।