পাকিস্তানের মত খাদের কিনারে নেই বাংলাদেশ

সিপিডির অনুষ্ঠানে সালেহউদ্দিন

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

বৈদেশিক লেনদেন ভারসাম্যে বাংলাদেশ এখনও পাকিস্তানের মত খাদের কিনারে যায়নি। বরং সময়মত বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করাসহ আমদানিতে বেশ কিছু স্বল্প মেয়াদি ভালো পদক্ষেপ নিয়েছে। এখন ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ডলার পাচার ঠেকাতে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর সেই পণ্য আসছে না কি খালি কন্টেনার আসছে তা কঠোর নজরদারি করা দরকার। গতকাল রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালাগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে এসেছে। খবর বিডিনিউজের
‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ : কতটা ঝুঁকিপূর্ণ’ শীর্ষক এ মিডিয়া ব্রিফিংয়ে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় বক্তারা আরও কিছু পরামর্শ দেন। সিপিডি কার্যালয়ে আয়োজিত এ আলোচনায় ভার্চুয়াল মাধ্যমেও অনেকে অংশ নেন। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে প্রায় পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আর পাকিস্তানের রয়েছে প্রায় দুই মাসের আমদানি ব্যয়। সুতরাং আমরা পাকিস্তানের মত খাদের কিনারে পড়িনি।
বৈদেশিক লেনদেনের বর্তমান পরিস্থিতি সৃষ্টির শুরু থেকেই সরকারের বিভিন্ন পদক্ষেপ সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন,
বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে এলসি করা পণ্যের বিপরীতে খালি কন্টেনার আসছে কি না তা যাচাইয়ে শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভাল শুরুর প্রত্যাশা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকারাতে ফেডারেশনের বিভিন্ন সাব কমিটিতে চট্টগ্রামের সংগঠকদের আধিক্য