পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, উপজেলা পর্যায়ে এতবড় মেগা প্রকল্প পটিয়ায় এ প্রথম। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে পটিয়া শহরের ভেতরেই হবে আরেকটি শহর। জলাবদ্ধতা, লবণাক্ত পানি ও বন্যার কারণে এখানে অনেক জমিতে চাষাবাদ ব্যাহত হয়। এ প্রকল্পের মাধ্যমে পটিয়ায় ১৩ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র এ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। ২০৪১ সালের মধ্যে তিনি এ দেশকে আমেরিকা ইউরোপের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। গতকাল বুধবার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ব্যাংক মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রদত্ত পটিয়ায় বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ শীর্ষক ১১৫৮ কোটি ৩৬ লক্ষ টাকার মেগা প্রকল্পের কাজের উদ্বোধনের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রতিমন্ত্রীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
মন্ত্রী আরো বলেন, করোনা বিধবস্ত বিশ্বে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার দেশের মানুষকে বিভিন্ন ভাতার আওতায় নিয়ে আসছেন। অতীতের কোনো সরকার এতো ভাতা চালু করেনি। দেশের প্রতিটি ইউনিয়নে ১৫ হাজার মানুষ এসব ভাতার উপকারভোগী। বর্তমান শেখ হাসিনার সরকার আগামীতে রাষ্ট্র ক্ষমতায় না আসলে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম–কঙবাজার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, এ পটিয়াকে আমরা বাইরে থেকে ভিন্নভাবে দেখি। প্রকৃতপক্ষে এ পটিয়া একটি দ্বীপাঞ্চল। চারদিকে নদী ও খাল দ্বারে বেষ্টিত। যার কারণে বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়। এ প্রকল্প পটিয়ার চেহেরা পাল্টে দিবে।
পাউবোর দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামাণিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, পাউবোর মহাপরিচালক মো. ফজলুর রশীদ, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, ইউএনও আতিকুল মামুন, সহকারী পুলিশ সুপার তারিক রহমান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপ–বিভাগীয় প্রকৌশলী অপু দেব, উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সামশুজ্জান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্তী, আবু ছালেহ, এম এজাজ চৌধুরী, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন প্রমুখ।