দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর আলোচিত নিলাম দরপত্রের শিডিউল বিক্রির সময় বৃদ্ধি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একইসঙ্গে নতুন একটি ব্যাংকর মাধ্যমেও শিডিউল বিক্রি করছে সংস্থাটি। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যবসায়ীরা।
এর আগে কেবল একটি ব্যাংক (অগ্রণী ব্যাংক, মদুনাঘাট শাখা) থেকে শিডিউল বিক্রি করা হয়। ব্যবসায়ীরা ওই ব্যাংক থেকে শিডিউল কিনতে গেলে বাধা দেয় স্থানীয় সন্ত্রাসীরা। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানানোর পরও আমলে না নেয়ার অভিযোগ ছিল।
গত ২৮ জুলাই এ বিষয়ে দৈনিক আজাদীতে ‘পাউবোর নিলাম দরপত্র শিডিউল ক্রয়ে বাধা, অভিযোগ আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট প্রকৌশলী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়ে পাউবোর উর্ধ্বতন মহলের। এরপর দরপত্র বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিডিউল বিক্রির শেষ তারিখ ২৮ জুলাই থেকে বৃদ্ধি করে ৪ আগস্ট পর্যন্ত করা হয়। এছাড়া অগ্রণী ব্যাংক, মদুনাঘাট শাখার পাশাপাশি সোনালী ব্যাংক, মদুনাঘাট শাখায়ও শিডিউল বিক্রি করা হবে। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হোছাইনুদ্দিন ছিদ্দিকী। উল্লেখ্য, পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তর (যান্ত্রিক) থেকে বিভিন্ন স্ক্র্যাপ মালামাল ও যন্ত্রাংশ নিলামের জন্য গত ১৯ জুলাই দরপত্র (২য়) আহ্বান করা হয়।
একই মালামাল নিলামের জন্য গত জুন মাসেও দরপত্র আহ্বান করেছিল পাউবো। প্রথমবার কাঙ্ক্ষিত দর না পাওয়ায় পুনঃনিলাম দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমবার শিডিউল বিক্রি করা হয়েছিল সোনালী ব্যাংক বহাদ্দারহাট শাখায়। তবে দ্বিতীয়বার অর্থাৎ বর্তমান দরপত্রের শিডিউল বিক্রি করা হচ্ছে অগ্রণী ব্যাংক মদুনাঘাট শাখা থেকে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন নিলামে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা। তাদের সন্দেহ, শিডিউল সংগ্রহে বাধা দেয়ার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।