শ্রী শ্রী মা মগধেশ্বরী গীতা জয়ন্তী উপলক্ষে ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং হিন্দু পাড়ার উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মসভা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির নেতা ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলার প্রধান উপদেষ্টা মিহির চক্রবর্তী। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উত্তর জেলার সদস্য সচিব জুয়েল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন লিংকন চক্রবর্তী, কাজল শীল, প্রতাপ রায়, অজিত দে সুজন, রুপন ভৌমিক, উজ্জ্বল শীল, রবিন পাল, লিটু পাল, অপু দে, শিটন দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












