পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। আগামী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় শোভাযাত্রাটি নগরীর চট্টেশ্বরী রোড থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় ও জামালখান হয়ে চেরাগী পাহাড় চত্বর পর্যন্ত আসবে।
গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সুকান্ত চৌধুরী। তিনি আজাদীকে বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা দীর্ঘদিনের ঐতিহ্য। এবার পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আয়োজনে কেউ উদ্যোগ নেয়নি। তাই চট্টগ্রামের চারুশিল্পীদের প্রাণের সংগঠন চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন ঐতিহ্য রক্ষায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের পক্ষ থেকে শোভাযাত্রায় সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
চট্টগ্রাম শহর থেকে চারুকলা ক্যাম্পাস সরানোর দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলা ইনস্টিটিউটের অবকাঠামো সংস্কার ও উন্নয়নে ২ মাসের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তাই চারুকলায় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না।