পশ্চিম গুজরা ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাউজানের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় শৃংঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনে যেখানে সেখানে বানিজ্য স্কুল খুলে বসতে দেয়া হবে না। এসব স্কুল চলতে পারবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি অবস্থানে। নুরানীর নামে প্রতিষ্ঠিত স্কুলে শুধু পড়াতে পারবে ধর্মীয় পাঠ্যবই। গত ২৯ জুলাই উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ। ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেম্বার অজিত বিশ্বাস, জগদিশ বড়ুয়া, আবদুল্লাহ আল মাসুদ, রিটন দে, মোহাম্মদ তৈয়র, মোহাম্মদ লোকমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি আহমদিয়া রহমানিয়া বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধএক রাতে দুই ইউনিয়ন থেকে ১০ গরু চুরি