পশ্চিম গুজরায় পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫০ অপরাহ্ণ

মুজিব বর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে গ্রাহক সেবায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৮ মার্চ দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডা. রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরার চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবুল কালাম।
সমাজসেবক লিয়াকত আলী চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম শহীদ উদ্দীন, পশ্চিম গুজরার প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন। এতে হাজী নুরুল আলম, মজিলিশ মিয়া, মো. জাগের আহমদ, আশীষ দে, খায়ের উল্লা, হারুন রশিদ, রিটন দে, টনি বড়ুয়া, ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী রেলওয়ে বাজারে সচেতনতামূলক কার্যক্রম
পরবর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরণ