পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৩

| রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরে জেলায় এক তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে ওই নেতাসহ অন্তত তিন জন নিহত হয়েছে। গতকাল শনিবার জেলার কাঁথি শহরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা রয়েছে, তার আগের রাতে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার নাড়য়াবিলা গ্রামে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। জোরালো এ বিস্ফোরণে বাড়িটির কয়েকটি মাটির ঘর উড়ে যায়। তিন জন নিহত হওয়ার পাশাপাশি আরও দুই জন গুরুতর আহত হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়েছে। সিপিআই(এম)-র এক জ্যেষ্ঠ নেতা এ ঘটনায় তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বিবৃতি দাবি করেছেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের ওপর দায় চাপানো বিরোধীদলগুলোর জন্য একটি সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে বেঁধে দিল জি৭
পরবর্তী নিবন্ধবিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর বানাচ্ছে সৌদি আরব