পলোগ্রাউন্ড মাঠে মেলার হামলা বন্ধ করা হোক

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

খেলার মাঠের অভাবে শিশুকিশোরযুবকরা আজ ঘর বন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে একটি সুস্থ, সবল, মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নতুন প্রজন্মের শরীর চর্চা এবং খেলাধুলার কোনও বিকল্প নেই। কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে উন্মুক্ত মাঠের সংখ্যা কমে আসায় আমাদের শিশুকিশোরদের ক্রীড়া চর্চার সুযোগ সীমিত হচ্ছে। চট্টগ্রাম শহরে বাংলাদেশ রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠটি শিশুকিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে সংসদীয় কমিটি ও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে বারবার বলা হলেও কিছু স্বার্থন্বেষী মহল আবারো মাঠটি মেলার জন্য দখলে নিয়ে মাঠের বুককে ক্ষতবিক্ষত করে দিয়ে আমাদের নতুন প্রজন্মের শরীরচর্চা ও খেলাধুলার পথকে বাধাগ্রস্ত করছে।

এমতাবস্থায়, আমরা নাগরিক সমাজ চট্টগ্রামের মাননীয় সাংসদ, জেলা প্রশাসক মহোদয়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ দায়িত্বশীল প্রশাসনের কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ করছি, সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমাদের আগামী প্রজন্মদের জন্য পলোগ্রাউন্ড মাঠটি মেলামুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করা হোক।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড়,

মতিয়ারপোল।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধশূন্যে নীল মেঘের হাতছানি