পলিথিন ময়লা আবর্জনা বিক্রির ব্যতিক্রমী হাট

রাউজান পৌরসভা

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

রাউজান পৌরসভা অপচনশীল দ্রব্য ও আবর্জনা কিনছে ব্যতিক্রমী হাট বসিয়ে। গত শুক্রবার ও শনিবার পৌরসভার বেরুলিয়া ও ফকিরহাট এলাকায় হাট বসিয়ে পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিনসহ নানা রকম অপচনশীল দ্রব্য নগদ টাকা দিয়ে কিনেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রতি বস্তা বর্জ্য কিনে নেয়া হয়েছে দুই’শ টাকা করে। এসব বর্জ্য ট্রাক ভর্তি করে ময়লার ডিপোতে নিয়ে জমা করছে পৌর কর্মচারীরা। মেয়র জানিয়েছেন পরিচ্ছন্ন রাউজানের রূপকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই ধরনের হাট প্রতিটি পৌর ওয়ার্ডে বসানো হবে। এর আগে পথঘাট থেকে কুড়ানো প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল দ্রব্য কিনে নেয়ার কর্মসূচি গত ৭ জানুয়ারি উদ্বোধন করেছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। নাগরিকরা মনে করেন এই কর্মসূচির মাধ্যমে কর্মহীন গরিব মানুষরা পথঘাট থেকে কুড়ানো বর্জ্য জমা দিয়ে টাকা পাচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব, ময়লা আবর্জনামুক্ত পরিচ্ছন্ন পৌরসভা নাগরিকরা পাচ্ছে। গত শুক্রবার ফকিরহাট বাজারে এই কর্মসূচিতে ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, বেরুলিয়ায় উপস্থিত ছিলেন কাউন্সিলর সওকত হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং আর নেই
পরবর্তী নিবন্ধফটিকছড়ির শাহানা নিউইয়র্ক সিটি কাউন্সিলে অভিবাসন কমিটির নতুন চেয়ারম্যান