পর্দার ‘স্পাইডার ম্যান’ এখন দোকানদার!

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

আগের সিরিজগুলোর সাফল্যে সমপ্রতি আরো ৩টি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হলিউড তারকা টম হল্যান্ড। তবে আপাতত অভিনয় থেকে দূরে থাকতে চান এই অভিনেতা। আগামী ৫ বছর নিজেকে সময় দিতে চান তিনি। এমনকি এই সময়ে বাবা হওয়ার পাশাপাশি দোকান দিতে চান হল্যান্ড!
তিনি বলেন, ১১ বছর বয়স থেকে আমি অভিনয় করে যাচ্ছি। অভিনেতা হয়েছি। আমি অন্যকিছুই করিনি। এখন কেন যেন মনে হয় যে আমি একজন অভিনেতা হতে চাইনি! হয়তো আমি শুধু কার্পেন্টারি দোকান দিতে চাই। বাবা হতে চাই।
আমি জানি না! আগামী ৫ বছর আসলেই আমি ক্যারিয়ার নিয়ে না ভেবে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। তাছাড়া তার কাছে জানতে চাওয়া হয়, তিনি অদ্ভুত পরীক্ষামূলক চরিত্রে কাজ করতে পারবেন এমন পর্যায়ে পৌঁছে গেছেন কি-না? প্রতি উত্তরে হল্যান্ড বলেন, আমি এটাকে অদ্ভুত বলবো না, তবে আমি বিভিন্ন নতুন চরিত্রে কাজ করে তা অন্বেষণ এবং চেষ্টা করতে পছন্দ করব।

পূর্ববর্তী নিবন্ধবছরের শেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’
পরবর্তী নিবন্ধসুধা বাঁচতে চাই