সুধা বাঁচতে চাই

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১২ পূর্বাহ্ণ

সিআরবিতে নাগরিক সমাজ চট্টগ্রামের ধারাবাহিক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার ‘সুধা বাঁচতে চাই’ শীর্ষক নাটক মঞ্চস্থ করে সংহতি প্রকাশ করেছে মঞ্চ মুকুট নাট্য সম্প্রদায়সহ অন্যান্য নাট্য ব্যক্তিত্ব। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পরিবেশবিদ ও গবেষক ড. ইদ্রিস আলী, উদীচী শিল্পগোষ্ঠী চট্টগ্রাম জেলা আহ্‌বায়ক মাহবুবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল, সুচরিত দাস খোকন, নান্দিকার অলোক ঘোষ পিন্টু, কথক নাট্যমঞ্চের মো. আলী টিটু, বিটিভি চট্টগ্রামের অরিন্দম মুখার্জি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মো. আয়ুব, আব্দুল হাদী, খেলাঘর সংগঠনের বনবিহারী চক্রবর্তী, মুস্তাফা কামাল আখতার, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, সংগীতশিল্পী নারায়ন দাস, মোরশেদ আলম, মো. সাবের, সাজ্জাদ হোসেন জাফর, সৈয়দ নাফিজ উদ্দিন, সংবাদকর্মী নুরুল আজম, অনির্বাণ দত্ত, জায়েদিদ মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপর্দার ‘স্পাইডার ম্যান’ এখন দোকানদার!
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগের উদ্বোধন