আমরা সমাজে বাস করছি একে অন্যকে নানাভাবে সহযোগিতা করে থাকি। কখনো কারো খারাপ পরিস্থিতিতে তার সাথে ইতিবাচক কথা বলে মন ভালো করে দিতে পারি।কারো অসুস্থতায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি! কারো বিপদে মনে সাহস যুগিয়ে এগিয়ে আসতে পারি! এভাবে পরোপকারিতা দৃষ্টিভঙ্গী পোষণ করলে দেখবেন আপনার চরম বিপদে কখনো একা থাকতে হবে না!হা হুতাশজনক পরিস্থিতির সম্মুখীন হবেন না! কেউ না কেউ দেখবেন এগিয়ে এসেছে! ঈশ্বরের দেবদূত হয়ে কোনো অচেনা কেউ হয়ত সাহায্যের ডালি নিয়ে আপনার পাশে দাঁড়াবে! বিশ্বাস করুন সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না!কোনো না কোনোভাবে আপনার কর্মের ফল আপনাকে ফেরত দিয়েই যাবে! সেটা ভালো কাজ হোক কিংবা খারাপ কাজ। শুধুমাত্র বিপদে নিজেকে শান্ত রেখে চরম সিদ্ধান্ত নিতে হবে আর সর্বত্র ইতিবাচক চেতনায় নিজেকে সাহস যোগাতে হবে। আমরা একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে শুধুমাত্র সেই ব্যক্তিটির উপকার করে থাকি না বরঞ্চ ঈশ্বরের পরোক্ষ সেবা করে থাকি। তাই উপকারী মানসিকতা পোষণ করুন। আপনার কষ্টের সহভাগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তার দূত হয়ে কেউ না কেউ এগিয়ে আসবে। আমরা পরোপকারিতার মনোভাব পোষণ করি ভালো কাজের মাধ্যমে নিজস্ব চেতনা জাগ্রত করি!