পরৈকোড়া ইউনিয়ন সমিতি চট্টগ্রাম’র এক সভা সভাপতি সাংবাদিক সুজিত কুমার দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাজীর দেউড়ি ব্যবসায়িক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন আনচারী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হক, আন্দরকিল্লা আল-ফাতেহ্ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মাস্টার উজ্জ্বল কান্তি দাশ, শিমুল চৌধুরী, মাওলানা জামাল উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, এডভোকেট কাঞ্চন বিশ্বাস, শিল্পী মোহাম্মদ হানিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন, লিটন চৌধুরী, সুনিল সদ্দার, আমজাদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা পরৈকোড়া ইউনিয়নের মূল সড়ক, বেওয়া খাল সুইস গেইট, গ্রামগুলির গ্রাম্য সড়কের টেকসই উন্নয়ন তরান্বিত করা জন্য স্থানীয় সাংসদ ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ’র নিকট জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।