পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার তদন্তে সিআইডি

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির মামলায় বিচারের মুখোমুখি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ যে মামলা করেছেন, তা সিআইডিকে তদন্ত করতে বলেছে আদালত। সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব হাসান এ আদেশ দেন বলে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জানিয়েছেন। সিআইডিকে অভিযোগ তদন্ত করে ৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

গত ৬ জুলাই আদালতে মামলার আরজি নিয়ে গিয়েছিলেন নাসির। সেদিন বিচারক তার জবানবন্দি নিয়েছিলেন। নাসিরের এই মামলায় পরীমনির বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

এতে আসামি করা হয়েছে পরীমনির দুই সহকারী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে। ২০২১ সালের ৯ জুন রাতে বিরুলিয়ায় তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন হালের জনপ্রিয় চিত্রতারকা পরীমনি ও তার সঙ্গীরা। তা ধরেই এই ঘটনার সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধদীপ্তির নতুন গান প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধপ্রবাসীর কষ্ট দর্শকের হৃদয় ছুঁয়েছে