পরীমনিকে শক্তি জুগিয়েছে যে চিঠি

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার বাদী থেকে মাদকের মামলার আসামি হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। টানা কয়েক মাসের ঝঞ্ঝামুখর সময় পেরিয়ে এ নায়িকা বলছেন, একটি চিঠিতেই তার সব শক্তির গল্প লুকিয়ে আছে। গতকাল রবিবার নিজের ফেইসবুক পাতায় একটি চিঠি প্রকাশ করে পরীমনি লিখেছেন, একটা চিঠি, আমার সব শক্তির গল্প। এখানেই…। চিঠিটি লিখেছেন তার নানা শামসুল হক গাজী। পরীমনিকে উদ্দেশ করে চিঠিতে তার নানা লেখেন- নানু, আমি ভালো আছি। কোনো চিন্তা করব না। তোমার সাথে শিগগিরই দেখা দিব। খবর বিডিনিউজের।
নড়াইলে জন্ম নেওয়া শামসুন্নাহার স্মৃতি ঢাকায় এসে চলচ্চিত্রে নাম লিখিয়ে হয়ে ওঠেন পরীমনি। বাবা-মাকে হারানোর পর পিরোজপুরের ভাণ্ডারিয়ার সিংহখালী গ্রামে নানাবাড়িতেই তার শৈশব ও কৈশোর কেটেছে। শামসুল হক এক সময় স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরে পরীমনির সঙ্গে তিনিও ঢাকায় চলে আসেন। মাঝে মাঝে পিরোজপুরে গিয়ে থাকেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে নানার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেছেন পরীমনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ যেকোনো মূল্যে রক্ষার ডাক
পরবর্তী নিবন্ধবিটিআরসি করছে কী প্রশ্ন হাই কোর্টের