চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পরীক্ষিত ও ত্যাগী নেতা–কর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
তিনি গতকাল সোমবার চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির বি ইউনিটের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন কেন্দ্রিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম, চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইলিয়াস চৌধুরী, বিএনপি নেতা মোঃ জাফর, মোঃ ওসমান গনি, এসকান্দর, মোঃ আজম, মোঃ আবু তাহের, মোঃ নুরুল আবছার, মোঃ ইউসুফ, মঞ্জুর কোম্পানি, মোঃ ইসকান্দও, মোঃ নুর হোসেন ও মোঃ খুরশেদ, কৃষক দল নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ মঞ্জুরুল হক, মোঃ সেলিম উদ্দিন, মুহাম্মদ সালাউদ্দিন। –প্রেস বিজ্ঞপ্তি












